কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৫জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাযায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময়ে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় এক ছাত্রনেতা জানান, বহিস্কৃত ছাত্রলীগ নেতা আতাউর রহমান পিয়াল বিভিন্ন সময়ে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত ছিল এবং বিভিন্ন সময়ে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে আসছে। এর আগেও তার বিরুদ্ধে প্রকাশ্যে সাধারণ মানুষকে মারপিট ও শরীরে অস্ত্র ঠেকিয়ে ভয়-ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।