মধ্যনগর ও ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় কংস নদে যাত্রীবাহী দুইটি স্পিডবোটের সংঘর্ষে অন্ততপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় একই পরিবারের ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের পেছনে কংস নদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ গুরু দয়াল কলেজের শিক্ষক শাহাদাত হোসেন ঈদের আগে স্ত্রী-সন্তান নিয়ে নিজ বাড়ি ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা গ্রামে আসেন। ছুটি শেষে শুক্রবার বিকেলে তাঁরা ইসলামপুর গ্রামের সামনে থেকে স্ত্রী-সন্তান নিয়ে স্পিডবোটে করে ধর্মপাশার দিকে রওনা দেন। ওই দিন সন্ধ্যায় তাদের বহন করা স্পিডবোটটি ঘুলুয়া গ্রামের পেছনের কংস নদে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা অন্য একটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন, তার স্ত্রী পান্না খানম, মেয়ে শাইরা ও মুনসহ উভয় স্পিডবোটে থাকা অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই শাহাদাত হোসেন, পান্না খানম, শাইরা ও মুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ধর্মপাশা থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, এ বিষয়ে আমাদেরকে কেউ কিছু জানায়নি।