কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
দিবসটি উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল -এর নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ রাজধানীর বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কবরে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোপালগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফারহান আলম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে যুবলীগ।
এ সময় যুবলীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।