কুতুবউদ্দিন তালুকদার বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কতৃক আয়োজিত শোকের মাস ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতি আলোচনা সভা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার পরিষদ কার্যালয়ে উপজেলা কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে, ১৫ আগস্ট প্রস্তোতি সভা এবং দুপুর ১ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর শুভ জন্মদিন এর আলোচনা সভা অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ও সি মোঃ জাহিদুল হক, সদর ইউনিয়ন চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, চামরদানী ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর খসরু, উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান নূর নবী তালুকদার, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার,জাতীয় শ্রমিকলীগের সভাপতি এস এম শামসু উদ্দিন,যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ,সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান,সোনলী ও কৃষি ব্যাংকের ব্যাবস্হাপক ওসি এল এস ডি রবিন কুর্মীপ্রমুখ।
অন্যদিকে সেই সাথে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা’র’ শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান,মধ্যনগর থানার ও সি মোঃ জাহিদুল হক, বি পি উচ্চ বিদ্যাল এন্ড কলেজ পিন্সিপাল বিজন কুমার তালুকদার, চেয়ারম্যান রাসেল আহমেদ মুক্তি যোদ্ধা আতাউর রহমান, আওয়ামী সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার, শ্রমিক লীগ সভাপতি এস এম শামসু উদ্দিন, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, যুব মহিলা লীগ সভাপতি শান্তা চৌধুরী, ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম খান প্রমুখ। এ-সময় আওয়ামীলিগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারীগন ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।