মোঃ রাসেল সরকারঃ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আয়োজিত শহীদ ক্যাপ্টেন কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট ২০২২ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন ও সাদিয়া আক্তারের বড় ছেলে মোঃ আফফান (১৭)।
স্বর্ণপদক জয়ী মোঃ আফফান বলেন, এ অর্জন আমার প্রিয় বাবা ও আম্মাকে উৎসর্গ করছি যারা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। আমার প্রিয় মা-বাবা ট্রেইনারসহ যাদের অনুপ্রেরণায় আজ আমি প্রথম হতে পেরেছি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ জ্ঞাপন করছি। আফফান আরও বলেন, আমার বাবার স্বপ্ন আমি যেন জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যন্ত পৌছাতে পারি। আমি আমার বাবার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই।
এ ব্যাপারে সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন বলেন, আমার ছেলে আফফান স্বর্ণপদক লাভ করেছেন। তার এ অর্জন ও সাফল্য আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।