কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে মের্সাস সবুজ ষ্টোর থেকে আনুমানিক ৬ লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
মঙ্গলবার (৯ আগস্ট) অভিযান চালিয়ে তিনি নিষিদ্ধ ঘোষিত এ সকল চায়না জাল উদ্ধার করে। অভিযান পরিচালনা কালে উক্ত নিষিদ্ধ চায়না জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে বিক্রেতাকে ১ বছরের কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে উদ্ধার কৃত নিষিদ্ধ জাল ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান ও তার অফিস স্টাফ এবং কোটালীপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক- নির্দেশনায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।।