চারঘাট,রাজশাহী,প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলার বামনদিঘী গ্রামে বৈদ্যুতিক সটসার্কিটে একটি বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জানা যায় আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার বামনদিঘী গ্রামের আহাদ আলীর ছেলে রিপনের বাড়িতে বৈদ্যুতিক সটসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে বাড়ির মালিক রিপন চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভাতে সক্ষম হয়। রিপন জানায় একটি গরুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌছে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করেন। এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।