কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জে ষড়যন্ত্র ও হয়রানী মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি ও জিএস মো. আলিমুজ্জামান আলিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের গত ৮ মে আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এবং তার পুত্র ব্যরিস্টার শেখ ফজলে নাঈমের নামে অশোভন কথা লিখে পোষ্ট করা হয়। বিষয়টি জেনে আমি গোপালগঞ্জ সদর থানায় গিয়ে সাধারন ডায়েরি করি। কিন্তু আমার প্রতিপক্ষ লতিফপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফকরুল ইসলাম আমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নষ্ট করার লক্ষে আমাকে বিবাদী করে মামলা দায়ের করেন এবং আমি গ্রেপ্তার হই। পরে আদালতের আদেশে ফরেনসিক রিপোর্টে আমি বা আমার পরিবার জড়িত নয় বলে তা প্রমানিত হয় এবং আমি জামিনে মুক্তি পাই। তিনি আরোও বলেন, এখন পর্যন্ত প্রকৃত দোষীরা আইনের ধরা ছোয়ার বাইরে রয়েছে। প্রশাসনের নিকট আমার জোর দাবী প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওনায় আনা হোক। এ সংবাদ সম্মেলনে জেলায বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।