কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস-২০২২ ও ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং – বি-২০০৫) গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার বিকালে গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন খান, সহ-সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রইজ আহমেদ সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রাজিকুর রহমান (পলেন), সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ-সম্পাদক মো. সেলিম ফকির, প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।