বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ বলে জানিয়েছেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। চার দিনের বাংলাদেশ সফরের শেষদিন বুধবার (১৭ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন আসন্ন। এখন উত্তেজনাকর পরিস্থিতিতে সৃষ্টি হতে পারে । এই অবস্থায় সুশীল সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেশটিতে সুশীল সমাজ ও বিভিন্ন অধিকার কর্মীদের কাজের ক্ষেত্র সংকুচিত হয়েছে। মিশেল ব্যাচেলেট বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই মুর্হূতে বিরোধী রাজনৈতিক দল, কর্মী, সুশীল সমাজকে সভা সমাবেশের সুযোগ দেওয়া জরুরি। তাদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয় তাহলে সামাজিক অস্থিরতার জন্ম দিতে পারে বলে জানান তিনি।
জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, নারী, সংখ্যালঘু, তরুণদের দাবি বা চাওয়া শুনতে হবে। নির্বাচনের সময়কাল রাজনৈতিক অস্থিরতা থাকবে সেখানে অতিরিক্ত বলপ্রয়োগের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে কাজ করতে হবে বলে জানান তিনি।