নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দ্যেশে বলেছেন, আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। বর্তমান সরকার মানবতা উন্নতির ধারণা নিয়েই কাজ করছে। তিনি বলেন, এই দেশে সব ধর্মের মানুষ সমান। নিজের হীনমন্যতা নিয়ে বাঁচবেন না। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকার প্রধান বলেন, যখনই ধর্মীয় ইস্যুতে কোনো অঘটন ঘটেছে, তখনই আওয়ামী লীগ সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তবে এটা নিয়ে দেশে-বিদেশে অনাকাঙ্ক্ষিত সমালোচনা হয়। কেননা, যেখানে সরকার এসব ঘটনা রোধে যেসব পদক্ষেপ নেয়, সেগুলোর কথা না বলে, তারা শুধু সমালোচনাই করেন।
শেখ হাসিনা বলেন, কাউকে হেউ করার নীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী নয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা ঠিক না। দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। সম্প্রীতির আত্মবিশ্বাস নিয়ে চলতে পারলে দুষ্টু লোকেরা কখনোই হাঙ্গামা লাগানোর চেষ্টায় সুবিধা করতে পারবে না। একটা গোষ্ঠী দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে না। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা একটি গোষ্ঠী করতেই থাকে। এটা করার লোক সব ধর্মেই আছে।
বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তিনি বলেন, অধিক মুনাফার জন্য কিছু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম অতিরিক্ত বাড়িয়েছেন। বিষয়টি সরকার কঠোরভাবে মনিটরিং করছে।