এম নাসির উদ্দীন খান রিপন : খুলনার ডুমুরিয়ায় সাইফুল ইসলাম সরদার বাবু ওরফে কিলার বাবুসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি হাতুড়ি, একটি কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়।
আটকরা অন্যরা হলেন, আকরাম আলী খান, আশিকুর রহমান, আতাউর রহমান খা ও মুরছালিন কাজী। তাদের সবার বাড়ি ডুমুরিয়া উপজেলায়।
শুক্রবার র্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা করা হবে।