মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মতিঝিল এলাকায় যুবলীগ নেতা হাসান আবারো বেপরোয়া : থেমে নেই চাঁদাবাজি বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম শিমুল খান বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের কারনে ঘরে বসেই বকেয়া বুঝে পাচ্ছেন বিআরটিসির অবসরপ্রাপ্তরা যে কোন ষড়যন্ত্র রুখে দিবে বিআরটিসির কর্মীরা বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম বিআরটিসিতে এনেছেন আমূল পরিবর্তন বিআরটিসি কল্যানপুর বাস ডিপোর সাবেক ম্যানেজার নুর-ই-আলমের ব্যাপক অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও দুদক বরাবর অভিযোগ বিআরটিসি বরিশাল বাস ডিপোর সাবেক ম্যানেজার জামশেদ আলীর ব্যাপক অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও দুদক বরাবর অভিযোগ প্রকাশিত ও প্রচারিত সংবাদের প্রতিবাদ মধ্যরাতে গোপনে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন তারেক রহমান সওজ বিভাগের প্রকৌশলী তাপসী দাসের ফের খুলনায় আসার খবরে ক্ষিপ্ত নাগরিক সমাজ

পুতিনের অপর আস্থা রাখেন ৮১.১ শতাংশ রুশ নাগরিক : জরিপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ৮১.১ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আস্থা প্রকাশ করেছে। এদের মধ্যে ৭৮.১ শতাংশ প্রেসিডেন্টের কাজের সমর্থন দিয়েছে। অল রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার সেন্টারের জরিপের ফলাফলে এ কথা জানানো হয়। সাত দিনব্যাপী ১৮ বছর বয়সের বেশি এক হাজার ৬০০ জনের মতামতের ভিত্তিতে এই জরিপ রিপোর্ট প্রকাশ করা হয়।

রিপোর্টে উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের কাজের অনুমোদনের হার ছিল ৭৮.১% (-০.৩% সপ্তাহে)। গত সপ্তাহে প্রধানমন্ত্রী এবং রাশিয়ান সরকারের জন্য ইতিবাচক মূল্যায়নের পরিসংখ্যান যথাক্রমে ৫১.৮%-এ (০.৮%) এবং ৫০.৮% (-০.১%) এ নেমে এসেছে। ভ্লাদিমির পুতিনের প্রতি তাদের আস্থার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ৮১.১% রাশিয়ানরা ইতিবাচকভাবে উত্তর দিয়েছেন (সপ্তাহে -০.১%), যেখানে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনের প্রতি ৬২.৫% উত্তরদাতারা আস্থা প্রকাশ করেছেন (এই সংখ্যাটি সপ্তাহে অপরিবর্তিত ছিল)।

জরিপে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংসদীয় দলের প্রধানদের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি (সিপিআরএফ) নেতা গেনাডি জুগানভ উত্তরদাতাদের ৩৩.৬% (-৩.১%) আস্থা অর্জন করেছেন। এ জাস্ট রাশিয়া-ফর ট্রুথের নেতা সের্গেই মিরোনভ ৩১.৭% (+০.২%) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া’র প্রতি (এলডিপিআর) ১৭.৫% আস্থা প্রকাশ করেছে এবং নিউ পিপল পার্টির নেতা আলেক্সি নেচায়েভ ১০.৯% (+০.৭%) সমর্থন পেয়েছেন।

জরিপে আরো প্রকাশ করা হয়েছে যে ইউনাইটেড রাশিয়া পার্টির সমর্থনের মাত্রা ৪০.২% (+০.৩% সপ্তাহে) এবং সিপিআরএফ ১০.২% (-০.৫%) দ্বারা সমর্থিত। এলডিপিআর সমর্থন পেয়েছে ৮.১% (-০.৫%), এ জাস্ট রাশিয়া-ফর ট্রুথ – সমর্থন পেয়েছে ৫.৭% (+০.৩%), এবং জরিপে দ্য নিউ পিপল পার্টি সমর্থন পেয়েছে ৪.৮% (+০.৫)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin