কুমিল্লা প্রতিনিধি: জেলা শহরে বিভিন্ন অনিয়মের অভিযোগে নিবেদিতা নামের একটি হাসপাতালকে সিলগালা করেছে জেলার স্বাস্থ্য কর্মকর্তারা। রবিবার দুপুর ১২টায় নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে নামে ওই হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কোওর্ডিনেটর) আবদুল্লাহ আল সাকী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে নিবেদিতা হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও ওষুধ সংরক্ষণের ফ্রিজে গরুর মাংস পাওয়া যায়। এছাড়া হাসপাতালে সদ্য অপারেশন করা একজন রোগী পাওয়া গেলেও ২৪ ঘণ্টার মধ্যে কোনো নার্স বা ডাক্তার তাকে দেখতে আসেননি। কোনো ডাক্তার বা নার্সকেও হাসপাতালে পাওয়া যায়নি। এমন অবেহেলার কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।
এ বিষয়ে মেডিকেল অফিসার আবদুল্লাহ আল সাকী বলেন, আমরা তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। দুটির সামান্য কিছু ত্রুটি ছিল। তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু নিবেদিতা হাসপাতালে অবস্থা খুবই নাজুক। সামান্য সংখ্যক রোগী। কোনো ডাক্তার নেই, নার্স নেই, বর্জ্য ব্যবস্থা নেই। তাই হাসপাতালটি বন্ধের নির্দেশ দিয়েছি।