আজিজুল ইসলাম, যশোরঃ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সাগর হোসেন নামে ২৪ বছরের এক যুবক নিহত হয়েছেন।শনিবার সকালে সাড়ে সাতটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর মনিরামপুর উপজেলার দোলনগর গ্রামের আরসাদ আলীর ছেলে। ঘটনার পর পরই নাভারন হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। নিহত সাগর ভাড়ায় চালিত মোটরসাইকেল চড়ে যশোর যাওয়ার পথে ঝিকরগাছা উপজেলার মোড়ে আসার পর অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলকে পাশ দিতে যেয়ে পিছন থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার এন আই ডি কার্ডে ঢাকা যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালীর ঠিকানা দেয়া রয়েছে।
নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান – মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার আত্মীয়-স্বজন আসলেই লাশ হস্তান্তর করা হবে।