এম রাসেল সরকারঃ র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ বেবি মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব প্রধানের গুলশান বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
দিলরুবা খুরশীদ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকে শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, ওনার মারা যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। সেখানে পুলিশের আরও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এম খুরশীদ হোসেন বিসিএস পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯১ সালে পুলিশে যোগ দেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্ম নেওয়া এম খুরশীদ হোসেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র্যাবের ডিজির দায়িত্ব পান।