নিজস্ব প্রতিবেদক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ২টি প্রকল্পের উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জে উদ্বোধন করা প্রকল্প ২টি হচ্ছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালিপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন প্রকল্প এবং রাজৈর কোটালীপাড়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প ।
সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের “বজ্রকণ্ঠ” সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করা হয়।
এ সময় সেখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টুঙ্গিপাড়া এর উপ-বিভাগী প্রকৌশলী আল-আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে পানি উন্নয়ন বোর্ডের ৮০টি প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে গোপালগঞ্জের ২টি প্রকল্প রয়েছে। সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।