কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর থানা পুলিশ সদা তৎপর, আসন্ন শারদীয় দুর্গাপূজা হবে উৎসব মুখর। এই নীতির আলোকে বুধবার বিকাল ৩টায় গোপালগঞ্জ সদর থানাধীন ১০নং সাহাপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সাহাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা ও আইন শৃঙ্খলা বিষয়ক ‘বিট পুলিশিং সভা’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ১০নং সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান বিনয় সরকার (অনাদি) সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় বৌলতলী তদন্ত কেন্দ্রর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আমিনুর রহমান সহ বিভিন্ন ধর্মানুসারী, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণি -পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ বক্তব্যে তাদের নিজ এলাকার আইন-শৃংখলা বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এই সকল বিষয়ে আইনগত সহায়তা চান। সভায় সাহাপুর ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে সাহাপুর ইউনিয়নের সকল ধর্মানুসারী বাসিন্দাগণ মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করছেন মর্মে জানান। তিনি আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সকলকে সাথে নিয়ে সমাজ থেকে সকল অপরাধ দূর করার ইচ্ছা প্রকাশ করেন। উক্ত সভায় অফিসার ইনচার্জ তাঁর বক্তব্যে কিভাবে অপরাধমুক্ত সমাজ গঠন করা যায়, সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করা যায় এই বিষয়ে আলোপাত করেন। তিনি অপরাধীদের হুঁশিয়ার করে মাদক সহ সকল অপরাধের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন। যেকোন আইনগত সহায়তায় থানা পুলিশের সহায়তা নেওয়ার জন্য সভায় উপস্থিত সকলকে অফিসার ইনচার্জ আহবান জানান। তিনি আসন্ন শারদীয় দূর্গাপূজা সুন্দরভাবে এবং উৎসব মুখর পরিবেশে সকলের উপস্থিতিতে উদযাপন করার জন্য সকলের প্রতি আহবান জানান। সভায় উপস্থিত সকলে অফিসার ইনচার্জের বক্তব্যকে স্বাগত জানান। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য সকলের পক্ষ থেকে অফিসার ইনচার্জকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।