এম রাসেল সরকারঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া (২২) আরও এক শ্রমিক মারা গেছেন। জাকারিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। এতে করে এ ঘটনায় মৃতের সংখ্যা চারজনে দাঁড়াল।
বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মারা যান জাকারিয়া। মৃত জাকারিয়া শেরপুর জেলার নালিতাবাড়ি থানার বরুয়াজানি গ্রামের আব্দুল হাই’র ছেলে। তিনি নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতেন।
এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বার্ন ইনস্টিটিউটে ৫৭ শতাংশ দগ্ধ নিয়ে শরিফুল (২৮) ও ৬০ শতাংশ দগ্ধ সাইফুল (৩০) মারা যান।
গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল হক (৩০)। তার শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। মৃত মোজাম্মেলের বাবার নাম নুর হোসেন। গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বিশগিরিপাড়া গ্রামে।
মৃত শরিফুল রংপুর সদর উপজেলার আসরতপুর গ্রামে। বাবার নাম আব্দুস সামাদ। আর সাইফুলের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারুয়জানি গ্রামে। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকতেন।
বর্তমানে ইকবাল ৩৩ শতাংস ও জাকারিয়া ৩৫শতাংস দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছে। তাদের সবার অবস্থাই আশংকাজনক।
এর আগে, গত শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে।
তাদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার দিবাগত ওই ৫ জন কারখানাটির ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরে আগুন ধরে যায়। তাদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।