নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবববকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবি, গনমাধ্যমকর্ম ও সুশিল সমাজের মানুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমানের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, প্রকল্পের সিনিয়র কন্সালটেন্ট গাজী মুহাম্মদ শাহীনুর, টিম লিডার ড. আখতার হোসেন চৌধুরী, ডেপুটি টিম লিডার কাজী কামরুল হাসান প্রমূখ।