কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ১৫০ টি সেতু, ১৪ টি ওভারপাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষাকেন্দ্র, ডিটিসিএ ভবন এবং সড়ক দূর্ঘটনায় আহত-নিহত ব্যক্তি/পরিবারের মধ্যে ক্ষতিপূরন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় ভিডিও কনফারেন্স সভার আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-বিভাগীয় প্রকৌশলী মো.মতিয়ার রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হালিম খান, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, আনোয়ার হোসেন, রাসেল সিকদার, বিলাল বিশ্বাস, হাফিজ হোসেন, মশিউর রহমান সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।