কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ পৌর পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক। এসময় এলজিইডি ‘র অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।