বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মতিঝিল এলাকায় যুবলীগ নেতা হাসান আবারো বেপরোয়া : থেমে নেই চাঁদাবাজি বিশ্ব কন্যা শিশু দিবসে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম শিমুল খান বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের কারনে ঘরে বসেই বকেয়া বুঝে পাচ্ছেন বিআরটিসির অবসরপ্রাপ্তরা যে কোন ষড়যন্ত্র রুখে দিবে বিআরটিসির কর্মীরা বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম বিআরটিসিতে এনেছেন আমূল পরিবর্তন বিআরটিসি কল্যানপুর বাস ডিপোর সাবেক ম্যানেজার নুর-ই-আলমের ব্যাপক অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও দুদক বরাবর অভিযোগ বিআরটিসি বরিশাল বাস ডিপোর সাবেক ম্যানেজার জামশেদ আলীর ব্যাপক অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও দুদক বরাবর অভিযোগ প্রকাশিত ও প্রচারিত সংবাদের প্রতিবাদ মধ্যরাতে গোপনে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন তারেক রহমান সওজ বিভাগের প্রকৌশলী তাপসী দাসের ফের খুলনায় আসার খবরে ক্ষিপ্ত নাগরিক সমাজ

অনুষ্ঠিত হলো ২৮ তম লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, জেলা ৩১৫বি১, বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ Time View

এম রাসেল সরকারঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো লিও জেলা ক্লাব অফিসার্স জয়েন্ট ইন্সটলেশন। শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁও লায়ন্স ভবনের হুমায়ুন জহির মিলনায়তনে একটি প্রাণবন্ত মিলন মেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করেছেন অংশগ্রহণকারী সকলে।

লিও ক্লাব অফিসারদের পিএসটি প্রশিক্ষণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৩ টায় । সেখানে জেলা ৩১৫বি১ এর লিও ক্লাবের সভাপতি, ক্লাব সেক্রেটারি এবং ক্লাব ট্রেজারার দের দায়িত্ব এবং সামগ্রিক লিওইজম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ইমিডিয়েট পাষ্ট কাউন্সিল চেয়ারম্যান, মাল্টিপল জেলা ৩১৫, লায়ন এস কে কামরুল, আই পিডিজি ৩১৫ বি৪ এবং দ্বিতীয় ভাইস কাউন্সিল চেয়ারম্যান, মাল্টিপল জেলা ৩১৫, লায়ন সিরাজুল ইসলাম চৌধুরী বাবু এমজেএফ এবং ডিস্ট্রিক্ট গ্লোবাল লিডারশিপ টিম কো-অর্ডিনেটর, জেলা ৩১৫বি১, লায়ন মশিউর আহমেদ এই প্রশিক্ষণে সম্মানিত ফ্যাকাল্টি হিসাবে অংশগ্রহণ করেন।

সন্মানিত ফ্যাকাল্টিগন অংশগ্রহণকারী লিওদের লিওইজমে তাদের অভিজ্ঞতা দিয়ে অনুপ্রাণিত করেছেন। এর পরে ডিজি টিম সংবর্ধনা অনুষ্ঠিত হয় যেখানে জেলা গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ, জেলার ফার্স্ট লেডি এবং জেলা জিএমটি কো-অর্ডিনেটর লায়ন শিরীন আক্তার রুবি, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আশরাফ হোসেন খান হীরা, ১ম ভাইস লেডি ও রিজিওন চেয়ারপারসন হেড. ফাতেমা কাদির হুমা, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, জেলা কোষাধ্যক্ষ লায়ন আসাদুজ্জামান, লেডি ট্রেজারার ও জেলা চেয়ারপারসন লায়ন রোকসানা আক্তার, জেলা ৩১৫বি১ এর এক্সিকিউটিভ টিম এবং লিওস খুব রাজকীয় এবং দুর্দান্তভাবে গ্রহণ করেছেন।

পরে অফিসিয়াল চার্জ হ্যান্ডওভার এবং টেকওভার অনুষ্ঠিত হয় যেখানে অবিলম্বে সাবেক জেলা সভাপতি লিও মহিউদ্দিন মাহি বর্তমান জেলা সভাপতি লিও ইয়াসরিব হাসানের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন এবং ইনস্টলেশন অনুষ্ঠান হয়, যেখানে লিও জেলা নির্বাহী দল এবং লিও জেলা পরিষদের মন্ত্রিসভা, জেলা গভর্নর লুৎফর রহমান এমজেএফ’র হাতে শপথ গ্রহন করেন।

সাবেক জেলা গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, লেডি পিডিজি লায়ন প্রফেসর জুলেখা বেগম জুঁই, ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাসের চেয়ারপারসন এবং জেলা জিইটি সমন্বয়কারী লায়ন মীর শফিকুল আলম কনক এমজেএফ, লিও এক্সিকিউটিভ কমিটির প্রধান উপদেষ্টা লায়ন ড. খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান এমজেএফ, লিও স্ট্যান্ডিং কমিটি লায়ন তানভীর আহমেদ, জেলা লিও ক্লাবের চেয়ারপারসন লায়ন মামুন আহমেদ, জেলা জিএসটি সমন্বয়কারী লায়ন নাইমা জুনায়েদ, সাবেক জেলা সভাপতি লিও এহসানুল হক রিপন ও মাল্টিপল লিও জেলা সভাপতি লিও কাজী লামিয়া করিম সহ আরো অন্যান্য লায়ন লিডার’গন এ সময় উপস্থিত ছিলেন ।

এই প্রোগ্রামটি লিওনিজম বর্ষ ২০২৩-২০২৪ এর একটি বিশাল মাইলফলক হিসাবে চিহ্নিত থাকবে এবং অংশগ্রহণকারী সমস্ত লিওস এবং সেইসাথে লায়ন্স যারা এই প্রোগ্রামটিকে এতটা সাফল্যমন্ডিত করেছে তাদের কাছে এটি একটি স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে বলে মনে করেন লিও লিডার’রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 agamirbangladesh24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin