এস এম সাইফুল ইসলাম কবিরঃ বাগেরহাটের মোরেলগঞ্জে শারদীয় দূর্গাউৎসবকে ঘিরে আনন্দঘন পরিবেশে রবিবার বেলা ১২টায় মহাষ্টমীতে মন্ডপে মন্ডপে পূজারী ভক্তবৃন্দের উপচে পড়া ভীড় দেখা গেছে। ৭৬ মন্ডপে পুজারীরা দেবী দূগার পূজা অর্চণা মায়ের পদচরণে অঞ্জলী নিবেদন করছেন।
এদিকে উপজেলার সর্ববৃহত্তম বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর, জয়পুর সার্বজনীন দূগা মন্দিরে শনিবার রাতে ১৫১ প্রতিমা মন্ডপ পরিদর্শন করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, অশোক সাহা, অমল সাহা নান্টু, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, শ্রীপুর জয়পুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্র নাথ সাহা প্রমুখ। একই রাতে তিনি বনগ্রাম, হোগলাপাশা, বলইবুনিয়া, দৈবজ্ঞহাটী, হাসেমখার হাট, রামচন্দ্রপুর, শৌলখালী, বিষখালী সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সনাতন ধম্বাবলম্বীরা প্রতিটি উৎসব আনন্দঘন পরিবেশে সানন্দে পালন করে। প্রতিটি পূজামন্ডপকে কঠোর নিরাপত্তায় নজরদারিতে রেখেছেন প্রশাসনিক কর্মকর্তারা। দেবীদূর্গা যে রকম মহিসুরকে বদ করে পৃথিবিতে শান্তি স্থাপন করেছেন। তেমনি স্বাধীনতা বিরোধীকে সকল ষড়যন্ত্রের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে।