নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা। দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু ১২তম নারী ও ১৬তম পুরুষ জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় ১৬টি জেলার ৭০জন খেলোয়ার অংশগ্রহন করছে।
ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে শনিবার সকাল থেকে শুরু করে এ প্রতিযোগিতা রোববার বিকেল পর্যন্ত চলবে । উপজেলার সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আনিচুর রহমান বিপ্লব জানান, প্রতিযোগিতায় দেশের ১৬টি জেলার ১৬টি ভারোত্তোলন ক্লাবের মোট ৭০জন খেলোয়ার অংশগ্রহন করছে।
প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব:)। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানসহ অন্যান্যরা।
ভারোত্তোলন প্রতিযোগিতা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে ক্রীড়ামোদী মানুষ সহ অসংখ্য দর্শকদের উপস্থিতি ঘটে। এই প্রতিযোগিতার আয়োজন করেন ফকিরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র।