কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ‘আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ ও অন্ধ আখিতে রাশি জ্বালাতে করবো চক্ষুদান’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়া ব্লাড ডোনার ক্লাব (KBDC) -এর আয়োজনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়ার জ্ঞানের আলো পাঠাগারে এক আলোচনা সভার আয়োজন করে কোটালীপাড়া ব্লাড ডোনার ক্লাব। কোটালীপাড়া ব্লাড ডোনার ক্লাবের পরিচালক পারভেজ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল। এসময় কোটালীপাড়া ব্লাড ডোনার ক্লাবের সদস্য সোহান মৃধা, আব্দুর রহমান, মুন্না শেখ, মুন্না মোল্লা, আমিনুর সিকদার, ফিরোজ শেখ, রোমান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে উপস্থিত সকলে স্বেচ্ছায় রক্তদানে শপথ নেন।