মাহবুবুর রহমান মুরাদ টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি বি,এন,দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ তৌহিদুজ্জামান খান দিপুর নেতৃত্বে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
এ সময়, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন এর মহাসচিব জনাব এডভোকেট মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত মহাসচিব জনাব অ্যাডভোকেট মোঃ সিদ্দিকুর রহমান মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ কর আইনজীবী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শহীদ ইকবাল মোস্তফাসহ বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।