নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সভায় সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও মনিটরিং টিমের সদস্য এ্যাড. মিলন কুমার ব্যানার্জী।
সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সুবীর কুমার মিত্র, শেখ মোস্তাহিদ সুজা, সৈয়দ আলতাফ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব মল্লিক সহ উপজেলা আওয়ামী লীগের একাত্তর সদস্যের কমিটি, আট ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ।
সভায় জাতীয় সংসদ নির্বাচনে দলের কর্মপন্থা নির্ধারণ, আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা সফরে যোগদান, হরতাল অবরোধ ও আন্দোলনের নামে বিএনপি জামাতের নৈরাজ্যের মোকাবেলা, সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।