নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ ফকিরহাট মডেল থানাধীন সকল ভাঙ্গারী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফকিরহাট মডেল থানা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
রামপাল বিদ্যুৎকেন্দ্র ও সদ্য নির্মিত মোংলা খুলনা রেল লাইনের নাট বল্টু, লক ক্লিপ, তামার তার, দস্তা, লোহাসহ বিভিন্ন ধরণের সরঞ্জাম চুরি হওয়ার পর তা চোর চক্র ভাঙ্গারী দোকানে বিক্রি করতে গেলে ব্যবসায়ীদের না কেনার পরামর্শ দেওয়া হয়। মতবিনিময় সভায় এসব দিক নির্দেশনা প্রদান করেন ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম।অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, ফকিরহাটে চুরি রোধে ভাঙ্গারী ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন।