নিজস্ব প্রতিবেদক, ফকিরহাট, বাগেরহাটঃ বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন (সুত্রোক্ত ডিও পত্রের আলোকে বরাদ্ধপ্রাপ্ত) এর পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এদিন মোট ১৬জন নারীকে এই সেলাই মেশিন দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এসব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: হুসাইন শওকত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।