নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরাগ আহমেদ নেসার। ঘুষ এবং ব্ল্যাকমেইলের টাকায় গড়ে তুলেছেন অবাধ সাম্রাজ্য। শুধু তাই নয়, প্রতারণার মাধ্যমে বহু নারীকে ব্ল্যাকমেইল করেও হাতিয়ে নিয়েছেন বড় ধরনের অর্থ।
জানা যায়, ঘুষখোর ও নারীলিপশু পরাগ উত্তরা দিয়াবাড়ি এলাকার পাসপোর্ট অফিসের চুক্তিভিক্তিক কর্মচারী। বেতনের অর্থ সামান্য হলেও ময়মংসিংহে ৪ বিঘার উপরে বাড়ি করেছেন। নতুন করে জামালপুরে জায়গা কিনে বাড়ি করছেন। এর আগে যেখানেচাকরি করতেন সেখানে এক মেয়ের সাথে সম্পর্কের কারণে চাকরি চলে যায়।
আরও জানা যায়, বিভিন্ন মেয়ের সাথে তার পরিচয় হওয়ার পর সবাইকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে ভালো সম্পর্ক আছে বলে খাতির করেন এবং সবাইকে বলেন, কোনো মানুষের আইডি, নাম্বার তিনি হ্যাক করতে পারেন। এই কথা বলে অনেক মেয়েকে ব্ল্যাকমেইল করেন। এছাড়াও তিনি বলে বেড়ান তার বেতন ৩ লাখ টাকা এবং তার অনেক এক্সট্রা ইনকাম আছে।
উত্তরা পাসপোর্ট অফিসের কিছু দালাল জানান, টাকা না দিলেই তিনি পাসপোর্ট আটকিয়ে রাখেন।
নাম না প্রকাশ করার আশ্বাসে এক নারী অভিযোগ করেন, তার পাসপোর্ট এর ফর্মের নাম্বার কালেকশন করে তাকে বিভিন্ন ভাবে অবৈধ অফার করেন এবং সবাইকে বাইকে করে লং ড্রাইভ এ যাওয়ার অফার করেন।
এ সব বিষয়ে জানতে পরাগকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।