নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো মোজাম্মেল জোমাদ্দার (৫০) পিতা: এছাক জোমাদ্দার টুয়াখালী কলাতলা তার নিজ বাড়ি থেকে আটক করে (৯ জানুয়ারি) বৃহস্পতিবার আনুমানিক রাত ২,৩০ মিনিট সময় ঢাকা যাত্রাবাড়ী ছাত্র-জনতর গণঅভ্যুত্থানে হত্যা মামলায় নং ৬৯৫/২০২৪ ইং ধারা ৩৪,৩০২,১৪৯,১০৯,পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ ইমতিয়াজ হোসেন বলেন ঢাকা যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।