নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে লেবুখালী মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে লেবুখালী ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় লেবুখালী মানব কল্যাণ যুব সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ সোহাগ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহীন মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুমকি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক মোঃ বশির আহমেদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, প্রকৌশলী মোঃ কামাল হোসেন, সাধারন সম্পাদক, প্রেসক্লাব দুমকি, মোঃ খালেক হাওলাদার সভাপতি লেবুখালী ইউনিয়ন বিএনপি, মোঃ সালাহ উদ্দিন রিপন, সদস্য সচিব, উপজেলা যুবদল ও মোঃ সুমন শরীফ সদস্য সচিব, দুমকি উপজেলা ছাত্রদল।