নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালী পৌরসভা কর্মচারী ইউনিয়নের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দুই বছর মেয়াদের জন্য মো. নজরুল ইসলামকে সভাপতি ও মোঃ মিজানুর রহমান খোকনকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিস্ট পটুয়াখালী পৌরসভা কর্মচারী ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন, সহঃ সাধারন সম্পাদক পদে মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান খান, কোষাধ্যক্ষ পদে মো. আঃ রব খান, দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন, প্রচার সম্পাদক সৈয়দ মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোঃ জাফর হাওলাদার।
এ কমিটিকে অনুমোদন করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন আরজু, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ ও মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ।